Saturday, February 6, 2021

শহর চুরি

 


শহর চুরি 

... ঋষি 


তোমার যন্ত্রনাগুলোর খবর কী ?

তোমার ভিতরে হালফিলে যে পরিবর্তন ,তার খবর কি ?

আমি জানতে পারি সব 

শুধু বোকা রহর্স্যের জানলা খুলে তোমার দিকে তাকাই ,

শরণাপন্ন প্রেম 

মজুরির নামে ঈশ্বরের কফিনে শুয়ে থাকে 

.

জানি উত্তর দেবে না 

ফোন কেটে যাবে অসহায় দূরত্বের শব্দের বুজরুকিতে। 

তুমি এত দেরী করছো কেন ?

তুমি কি তোমার নিজেরও সর্বনাশ করতে চাও ?

আমি কোনো নেশাতুর পুরুষের চোখ নই 

যে তোমায় দখল করি 

আমি শুধু কবিতার পুত্র হয়ে বারংবার শব্দের রক্ত বমি করি 

দুর্গন্ধে লিখি তোমাকে এই সভ্যতার বিবর্ণতায়। 


তোমাকে কেউ ভালোবাসতে পারে ?

জানি না ঈশ্বরের চোখে আজকাল অন্ধ আইনের কাপড় বাঁধা ,

আর আমার পেটে বাঁধা বোমা 

অন্ধ আমি 

বিস্ফোরণের পরে হয়তো তুমি আমাকে চিনতে পারবে না। 

তোমার চোখে কি আছে ?

মায়াবী সমুদ্রের সেই দৈত্য 

যে স্বপ্ন চুরি করতে একটা শহর বানিয়েছিল বন্দরে 

তারপর শহর চুরি হয়ে গেলো ,

চিৎকার বেড়ে গেলো অসময়ে শহরের ভালোমন্দে 

শুধু স্বপ্নগুলো রয়ে গেলো ,

বড় জ্বালা ধরায় এই বুকে শ্মশানের চোখ 

আর আমার মতো তোমারও নাকে জানি বিচ্ছিন্ন স্বপ্ন। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...