সমুদ্র ভাবনা
... ঋষি
প্রতি সন্ধ্যার মতো সমুদ্রের ঢেউ
তুমি দূরের দিকে তাকিয়ে খুঁজে নিচ্ছো চিতা,
সব বুঝছি
জ্বলে যাওয়া তোমার ভিতর থেকে সমুদ্রের ঢেউ
ছুঁয়ে যাচ্ছে পায়ের পাতা
আমার মতো কেউ।
.
কলম একা বসে আছে
আকাশের ছাদে বসে কেউ আমার দিকে তাকিয়ে ,
দেখা হয়েছিল ,না প্রশ্ন ছিল না কোনো
প্রশ্ন তখনি যখন ঈশ্বর এক পায়ে অপেক্ষা করে
তোমার দিকে তাকিয়ে।
.
আজকাল নিঃশ্বাসের গায়ে বিশ্বাসের দুর্গন্ধ
সেই দুর্গন্ধ তোমাকে ছুঁয়ে যাক আমি চাই না ,
আকাশের কবিতায় ছুঁয়ে আছে তোমার গভীরে গোপন প্রেমিক
আর বাতাসের শব্দে হিমেল শরীর।
মেঘ থেকে মানুষ
কিংবা মানুষ থেকে জংলী জং ধরা ঘোড়া ,
শহর ছুটছে
আমরা ছুটছি নিজেদের থেকে দূরে
হয়তো আরো কাছে
তারপর
সমুদ্রের বিস্তীর্ণ নোনতায় কিছু বিষাক্ত ভাবনার ভিড়
আমরা নোনতা ভাবনায় ভিজে যাচ্ছি
শুধু জীবন সমুদ্রে তাকিয়ে।
No comments:
Post a Comment