Thursday, February 18, 2021

সভ্যতা নারীতান্ত্রিক

 


সভ্যতা নারীতান্ত্রিক 

.... ঋষি 


বিকেলের পড়ন্ত আলো 

হৃদয়ের ট্রান্সমিটারে ধরা পরে হাজারো  যোজন দূরে এক সভ্যতা ,

সভ্যতা আসলে কোনো নারীর দত্তক ,

সভ্যতা ক্রমশ রূপসী কিংবা বিশ্রী কিছু নারীতান্ত্রিক কথোপকথন। 

ঈশ্বর সভ্যতার দাস 

আর আমার কবিতারা এই সভ্যতা থেকে অনেক দূরে

শব্দ কুড়িয়ে বেড়ায়। 

.

জানি তোমাদের বোঝাতে পারবো না 

মাথার ভিতর অতিমাত্রায় কম্পন ,

কম্পন সূত্র ধরে হাজারো যোজন দূরে আমি সৃষ্টি দেখতে পাই ,

দেখতে পাই নদী তান্ত্রিক সভ্যতার ভিতে 

বসে গেছে অকাল বিধি ,

আমার মৃত্যু শুধু শব্দদের শ্মশান হতে পারতো 

অথচ দেখো আমার ভিতর সৃষ্টিদের বসবাস। 

.

চলন্তিকা বলে তোর শব্দদের আমি যত্নে আদরে জড়িয়ে রাখবো 

সময় আমার কবিতায় খাবার খোঁজে বেঁচে থাকার 

অথচ আমি মৃত্যুর বুক থেকে তুলে আনি সময়ের যন্ত্রনাদের। 

" সময় " 

এই একটা মাত্র শব্দ আমাকে বড় অস্থির করে ,

ডিকশনারি থেকে গ্লোবাল মিডিয়ার সমস্ত দার্শনিক তত্ব 

আমার একলা মনে। 

মনে হয় সময় শুধু একটা চলন্ত ট্রেন

যে ট্রেনের কোনো স্টেশন নেই ,নেই গন্তব্য 

শুধু গতি ,শুধু বদল ,

তাই তো আজকাল আমার হৃদয়ের  ট্রান্সমিটারে ধরা পরে

 হাজারো  যোজন দূরে এক সভ্যতা ,

 সভ্যতা আসলে কোনো নারীর দত্তক ,

সভ্যতা ক্রমশ রূপসী কিংবা বিশ্রী কিছু নারীতান্ত্রিক কথোপকথন। 


 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...