Wednesday, February 10, 2021

সময় ঘুমোয় না

 


সময় ঘুমোয় না 

.... ঋষি 


সময় ঘুমোয় না 

আসলে কেউ ঘুমোতে চাই না ফ্রীজের ভিতর শীতল বরফে ,

নেপচুনের কিছু লোক আজ সময়ের অতিথি 

আমি চিনতে পারি না তাদের ,

তাদের চোখে স্বপ্ন নেই ,ঘুম নেই ,নেই বাঁচার স্বর 

শুধু মাটির নিচে কবরে কিংবা শ্মশানের আগুনে তারা একলাই থাকে। 

.

সময় ঘুমোয় না 

আসলে কেউ ঘুমোতে চাই না ফ্রীজের ভিতর শীতল বরফে ,

দূরে একটা মৃতদেহ শুয়ে আছে 

তার সামনে হাঁটুগেড়ে বসে আছে বছর আটেকের একটা ছেলে ,

খুব কাঁদছে সে 

তাকে শান্ত করতে কিছু নিয়মের জীব কুকুরের মতো চিৎকার করছে। 

.

জীবন একটা স্বপ্ন নয় 

সাবধান। সাবধান। সাবধান 

জীবন একটা সমাধান আজ এতগুলো বছর শুধু ভেজামাটির স্বাদ 

বরফের হৃদয়। 

জীবনে হেরে যাওয়া বলে কিছু নেই ,স্বপ্ন বলে কিছু নেই 

আছে অস্তিত্ব মাংসের স্তর ,বাড়তে থাকা প্রেশার ,সুগার লেভেল 

আর চুমুর মতো কিছু মুহূর্তের তৃপ্তি। 

.

সময় ঘুমোয় না 

আসলে কেউ ঘুমোতে চাই না ফ্রীজের ভিতর শীতল বরফে ,

একদিন থেকে নেপচুনের মানুষগুলো পৃথিবী বুঝবে 

একদিন আমরা বন্দি  প্রজাপতিগুলোকে  দেখবে মৃতদেহ থেকে উঠে আসবে ,

আমরা দেখবো প্রেম 

স্পর্শ থেকে খুঁজে পাবে পোড়া চামড়ার গন্ধ 

সাবধান। সাবধান। সাবধান।  

 .

সময় ঘুমোয় না 

আসলে কেউ ঘুমোতে চাই না ফ্রীজের ভিতর শীতল বরফে ,

দূরে সেই মৃতদেহের বুকে অনেকগুলো প্রজাপতি 

এত বছরের ছেলেটা ঠিক আমার মতো দেখতে ,মমির হৃদয়ে জন্মেছে 

অথচ দেখো সবাই বলছে 

বাবা ,মা সকলের থাকে না চিরকাল 

তার চারপাশে চিৎকার করছে নিয়মের কুকুরগুলো ,

অদ্ভুত 

কেন যে ঘুম আসে না আজকাল আমার । 


No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...