দায়
... ঋষি
.
সময় খুঁজতে শব্দসুখ
ভাঙা হাঁড়ি খেদিয়ে ফ্যেন ভাতের গন্ধ চিরকাল ,
আমরা শুধু কথাবলি
ঘরের ভিতর খুঁজতে থাকি খিদে আর খিদে ,
শোক চিন্হ আর যোতি চিহ্নের মাঝখানে জীবন
নাটকের পৃথিবীতে গদ্য লিখতে নিউরোন চমকায় কই।
.
কলেজস্ট্রীট থেকে হেঁটে ফিরছি বঙ্গভাষী ঘেঁষে
এই শহরে বাসে ,ট্রামে ওঠা দায় ,
পৃথিবী প্রদক্ষিণে যাবো ,
কবে যাবো ,কেন যাবো ,না জানি না শুধু দায়ধরা বেঁচে থাকা।
তুমি ভালো থাকবে ,তোমার সন্তান পিতৃ পরিচয়ে
আমার মতো বাউলের গন্ধ তার শরীরে যাতে না থাকে ,
না থাকে কোনো শব্দের বাড়ি
অজস্র শিকল পায়ে।
.
ভালোবাসা কোনোদিন কেন্দ্রবিন্দুতে জমাট বাঁধেনি জীবন
বরাবর ছিটকে ফেলেছে আমায় আশ্রয়হীন।
কলেজস্ট্রীট হেঁটে ফেরা গলিতে আমার নাকে শুধু কাগজের গন্ধ
তোমার গন্ধ ,তোমার স্পর্শরা ,
তুমি তো ছিলে চলন্তিকা কিছুক্ষন ওই প্রিন্টিং প্রেসে
যেখানে পৃথিবী নামক শব্দটা কি সহজে ছাপা হয় কবিতা ,গল্পে।
কিছুক্ষন
হাসি পায় ,মানুষের জীবনগুলো কিছুক্ষন
পাশে হেঁটে চলা একলা সরণি বেঁয়ে এই শহর
আজ হাজারোবছর শুধু পথ হাঁটা।
এই সময় মানুষের বেঁচে থাকার কোনো নিয়ম নেই চলন্তিকা
নিয়ম শুধু বাঁচার ধরণে ,
আমাকে পৃথিবী প্রদক্ষিন যেতে হবে
তুমি সামলে রেখো তোমার গার্হস্থ্য জীবন ,সন্তানের স্তন
আমি ফিরবো ঠিক
কারণ কিছু দায় এখনো রয়ে গেছে।
No comments:
Post a Comment