Tuesday, February 16, 2021

অবলুপ্ত

অবলুপ্ত
... ঋষি 
কিছুদিন অবশিষ্ট জীবনের শিষ্টাচার 
আমরা কে কতটা মিথ্যে বলতে পারি নিজের সাথে,
আমরা কে কতটা গভীরে বাঁচতে পারি নিজের সাথে
ছুঁয়ে থাকা  খেলনাবাটি, স্নানের ঘর 
সমাজবদ্ধ গড়িয়ে নামা জল, 
নিজের আয়নায়। 
.
পা টিপে টিপে পায়চারি 
সময়ের বারান্দায় বদলানো ঋতুর ইজিচেয়ার, 
অসংযমী শব্দ প্রয়োগ 
হিসেবের রোগ, 
আমরা কে কতটা কফিকাপে শরীরে শর্করা
 সীমাবদ্ধ রাখতে পারি সময়ের ঘরে। 
.
দৃষ্টি নিন্দুক বাঁচতে চাওয়া
অপরাধ নিজেকে সত্যি বলা, 
আজকাল জিরাফের মত উঁচু থেকে পৃথিবী দেখে সকলে
আমরা নিজেকে দেখি শুধু অন্যের আয়নায় 
অথচ নিজের আয়নায়, ক্রমশ  আবছা
ক্রমশ অবলুপ্ত আমরা জুরাসিক এজের নিরাপত্তা। 
আমিও তো জ্যোৎস্নার ঘরে রেখে এসেছি জীবনের ফুটিফাটা ছাদ 
আমার ভাঙা ঘরে প্রচুর বাতাস, 
বাউলের বাঁশির সুর নিয়মিত দূর থেকে আমার পৃথিবী প্রদক্ষিন করে
আর প্রতিক্ষারত চাঁদের বুড়ি 
যার সুতোর পোষাকে স্বপ্নরা বেলা চুরি করে। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...