Monday, September 30, 2013

RISHI@ GAMAIL.COM


### " বিরক্তি " ###
লেখক : ঋষি
****************************************
আমার আগুন করা জোত্স্নায়
হা হয়ে থাকা বন্য তিমির নীল গহ্বরে
আজ পুষ্পবৃষ্টি হোক।
ঝরে পরুক
যদিতং হৃদয়ং  আর যাচ্ছে তাই।

নোলক পরা টিয়া
আমায় ধরা দিয়া
আজ উড়ে যাক খাঁচা খুলে।
আর সমুদ্রের মায়াবী আলোকে
জন্ম নিক শত সহস্র পদ্ম নোনতা জলে।

আমার স্বপ্নের আগুনে পিরামিডের দৌড়
কোনো মমির স্বপ্নে ভাসে আমার প্রেম।
আজ তার হৃদয়গহ্বরে প্রেম জাগুক
জাগুক গুচ্ছ গুচ্ছ বিষাক্ত সাপের বিষ
আমার অন্তরে হোক প্রেমের রক্তবমি।

কলঙ্ক নয় এক সর্বভুক চুক্তির
আগুনে পুরে যাক ঘিরে ধরা দূরত্বের মুক্তি।
খাঁচার ভিতর অচিন পাখির স্বপ্নে
আজ ভেসে ওঠে তাজমহলের স্পর্শ
আজ ধ্বংস হোক স্বপ্ন  ....  প্রেম  .. মুক্তি ।
*******************************************

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...