Thursday, September 19, 2013

RISHI026@GMAIL.COM


### "কি সুন্দরী তুমি " ###
লেখক : ঋষি
***********************************************
হাওয়ার আদরে তোমার চুল উড়ছে
এই তো কাছে দাঁড়িয়ে তুমি।
আকাশের চাঁদের পানে চেয়ে দেখি
নক্ষত্ররা গোল মিটিঙে বসেছে
সবাই শুধু তোমার কথা বলছে।
আমি অবাক হয়ে ভাবছি
কি সুন্দুরী তুমি
জোত্স্নার নীল আলো আমার চোখে
তোমার প্রেমে মুগ্ধ আমি।

তোমার শেওলা রঙের শাড়ির আঁচলে
জোত্স্নার  জারিজুরি ,কাটাকুটি
তুমি হাসছো ,হাসছো আমার চোখে।
আকাশের চাঁদে আজ পূর্ণতা
সেই আলো জড়িয়ে তোমার মুখে।
নেমে যাচ্ছে তোমার থুতনি বেয়ে তোমার শরীরে
অসাধারণ এক কবিতার মতো
আমি ছুয়ে যাচ্ছি তোমায়
ভেসে যাচ্ছি জোত্স্নার আলোয় তোমার বুকে।
**************************************************

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...