### " ভবঘুরে পাখি " ###
লেখক : ঋষি
__________________________
রঙচটা এক সন্ধ্যের ল্যাম্প পোস্টে
বসে আছে সেই ভবঘুরে পাখিটা।
যার দিনটা কেটে যায় মানুষ দেখে
কিন্তু রাত কাটে না।
যার দিনটা কেটে যায় খুঁটে খেতে
কিন্তু রাতে ঘুম আসে না।
নিদ্রাহীন চোখে অন্ধকারে অন্ধ পাখি
ভয় পায় ,বড় একলা সে।
এই বুঝি জীবন গিলে নেই
বাঁচার তৃষ্ণা কমে না।
একলা পাখি আশ্রয় খোঁজে
খোঁজে একটা স্বপ্নের কুঁড়ে।
অলিতে গলিতে ঘুরে ঘুরে
আর ভালো লাগে না।
আর কতো একলা শহরে
একা একা ঘুমের ঘোরে ,
স্বপ্ন খুঁড়ে , খুঁড়ে
শান্তি আসে না।
ল্যাম্প পোস্টের আলোয় আর
কিছু দেখা যায় না।
________________________
.jpg)
No comments:
Post a Comment