### " তোমার খোঁজ " ###
লেখক: ঋষি
_____________________
মনের খোঁজে তো পার হলাম
কয়েক নর্দমা জল।
কিছু কাদা ,মাটি ঘেটে
যা পেলাম
তা মেঘলা দিনের জল।
দু হাতে কালি ,হৃদয়ের বালি
কোনো বাগানে গলাগলি।
প্রেমের হাসি ,প্রেমের বাঁশি
হৃদয় সুরে বানভাসি।
শরীর চাই গরম ,নরম
অলংকার নয় লাজ সরম।
গভীর নয় নগ্নতা চাই
বাকি সব অন্তর মরম।
মনের খোঁজে তো পার হলাম
সাতসমুদ্র জল।
কিছু রুপকথা বাসি নক্সী কাঁথায়
যা পেলাম
তা কোথায় লোকাবো বল।
______________________
লেখক: ঋষি
_____________________
মনের খোঁজে তো পার হলাম
কয়েক নর্দমা জল।
কিছু কাদা ,মাটি ঘেটে
যা পেলাম
তা মেঘলা দিনের জল।
দু হাতে কালি ,হৃদয়ের বালি
কোনো বাগানে গলাগলি।
প্রেমের হাসি ,প্রেমের বাঁশি
হৃদয় সুরে বানভাসি।
শরীর চাই গরম ,নরম
অলংকার নয় লাজ সরম।
গভীর নয় নগ্নতা চাই
বাকি সব অন্তর মরম।
মনের খোঁজে তো পার হলাম
সাতসমুদ্র জল।
কিছু রুপকথা বাসি নক্সী কাঁথায়
যা পেলাম
তা কোথায় লোকাবো বল।
______________________
.00123.jpg)
No comments:
Post a Comment