Thursday, September 12, 2013

rishi026@gmail.com

#### " না  " ####
লেখক : ঋষি
*********************************
কামড়ে ধরা হৃদয়ের চাদর
উঠতে চাইছি পারছি না।

পরছি আর পরছি
কতো নিচে নায়াগ্রার নোনতা জল
তার নিচে কিছু মাছ ,
তার নিচে শেওলা , সবুজ  ঘাসে
হাঁটছি ,হেঁটে চলে যাচ্ছি
থামতে চাইছি পারছি না।

ওই তো নীলনদ  নীল জল
নীল স্বপ্নের মরিচ পিরামিড।
পিরামিডে শুয়ে আছি
শুয়ে আছি তো আছি ,
কখন থেকে উঠতে চাইছি
কিন্তু আর ঘুম ভাঙছে না।

রক্তাক্ত বিছানার চাদর
রক্তিম হৃদয় হাসাতে পারছি না।
**********************************

No comments:

Post a Comment

এলিয়েনেশন

বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...