Wednesday, September 11, 2013

RISHI026@GMAIL.COM

#### " অন্য প্রেম " ####
লেখক : ঋষি
**************************************
গয়নার বাক্সে কি জড়িয়ে আছো
সুখ না স্বপ্ন ,শান্তি না সর্গ
কি আছে সেখানে ?

তোমার লাল নেলপালিশে কার রক্ত
তোমার শরীরে কি ছেটানো
কয়েক ফোঁটা ইচ্ছা ?
কিসের সুখ না শান্তির,অমৃত না বিষের।

দশ ভরি হার ,দু কাঠা জমির দাগ
আমি দেখেছি সব
বুঝি নি ,অন্ধ যে।
প্রেম ছাড়া বুঝি নি কিছু
আসলে আমি মন্দ যে।

শব্দ করো না সিন্দুকে
বুঝে যাবে  ,শুনে নেবে সবাই।
আমি বুঝেছি অনেক আগে
হৃদয়কোষে কাঁকড়ার নীল রক্ত।
গয়নার বাক্স বন্ধ রাখো
অন্ধ আমি প্রেমলুব্ধ যে।
****************************************

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...