Monday, September 16, 2013

RISHI026@GMAIL.COM


##### "  কতোক্ষণ  " #####
লেখক : ঋষি
****************************************************
বিছানার কোচকানো চাদরে একটা দাগ লেগে আছে
বুকের হাড়ের নিচে একটা শব্দ
এই জীবন
কিছুক্ষণ আর কতোক্ষণ।

একলা সকালের সোনালী মেখে পথের ধুলোয়
আরমোড়া ভাঙ্গে কিছু স্মৃতি
হাই তোলে বাঁচি যতোক্ষণ।

দুপুরের রৌদ্রে ঘেমে যাওয়া আস্তরণে কতো কালি
ঘামের গন্ধ ,কুঁকড়ে থাকা ভদ্রতা।
বুকপকেটে  রাখা কাগজের ইচ্ছার
আশা করে বাঁচার ,ভালোথাকা ততোক্ষণ।

নুয়ে পরা মাথার ভিতরে কিছু অদৃশ্য সাদা পাতায়
হিসেবের জারিজুরি একটা কলুর বলদ
বাঁধা অন্তরে বেঁচে থাকা এতক্ষণ।

অহংকারে ঘরের কোনে দাগ টানে শৃঙ্খলিত জীবনের
কিছু জোর করা ভালো থাকা।
এই জীবন
কতোক্ষণ আর কিছুক্ষণ।
********************************************************

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...