Thursday, September 26, 2013

RISHI026@GMAIL.COM




### " চিরাচরিত " ###
লেখক : ঋষি 
*************************************
প্রেমের কি অর্থ করবে 
মস্তিষ্কের কুপমন্ডুক ডায়রির পাতায় 
আঁকিবুকি টেনে যায় 
তবু পাতা ভরে না। 
ছুঁয়ে থাকে প্রতি শ্বাসে 
তবুও ছোঁয়া যায় না। 

জড়িয়ে ধরা মায়ায় 
এক তৃষ্ণা। 
আয়নার চোখে চোখ রাখা 
প্রেমের ছবি। 
প্রেম এমনি হয় 
কোনো ঠিকানাহীন অন্তর গহ্বরে 
নিজের মতো হেঁটে চলে। 
পথের কাঁটায় রক্তাক্ত কষ্টে 
হাসতে থাকে। 
বাঁচতে থাকে চিরাচরিত বাধা নিয়ে। 
তবু প্রেম থামে না 
চলতে থাকে হৃদয় পথে পথ বানিয়ে।

স্পর্শ চাই , শরীর নয় 
বিশাস চাই ,সার্থ নয়। 
এ আজব নেশা 
আসলে প্রেম এমনি হয়। 
এ এক আজব তৃষ্ণা 
কিছুতেই এই মন ভরে না। 
****************************************

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...