Saturday, September 28, 2013

RISHI026@GMAIL.COM


### " তবু " ###
লেখক : ঋষি
********************************
বয়স গেল ,সময় গেল
তবু
ছোঁয়া গেল না।

তুমি এলে চলে গেলে
বলা হলো না।
অন্ধকারে পাটভাঙ্গা উরুর উপর
রাখা লুকোচুরি জোত্স্না
তুমি ছুঁয়ে দিলে
তবু স্পর্শ পেলাম  না।

শরীরের ভিতরে জমানো সিন্দুকে
তাল তাল প্রেম।
এলো গেল কতো
কিছু নিন্দুকের অন্ধকার।
কিছু তোমার গর্ভ গৃহ
প্রেম দেওয়া হলো না।

বয়স হলো ,সময় হলো
তবু
আমার যাওয়া হলো না।
*********************************

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...