Monday, September 16, 2013

RISHI026@GMAIL.COM


### " কতোটুকু "###
লেখক : ঋষি
****************************************
কতোটা  কৃতজ্ঞ আমি তোমার কাছে
যেমন পাখি আকাশের কাছে।
যেমন মুক্তি  জীবনের কাছে
তেমনি আমি তোমার কাছে।

সোহাগের পরাগে যে আলিঙ্গন
আভা মুক্ত অন্ধকারে সোহাগ।
পায়ে হেঁটে চলে যাওয়া অন্তরঘরে
কারো পদশব্দ কড়া নাড়ে।

কতোটা ভালোবাসা লেগে সেখানে
যেখানে রৌদ্রহীন দিনের শুরু।
যেখানে আশাহত অন্ধকার শুধু
সেখানে ভালবাসা কতো টুকু।

কৃত্রিম দেনা পাওনার বাইরে
যতোটুকু সময় রাখা আছে।
তার কতো টুকু আমার
আর মুক্তি ভালবাসার।
*****************************************

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...