Sunday, September 22, 2013

RISHI026@GMAIL.COM


## " প্রেমের অপেক্ষায় " ##
লেখক : ঋষি
**************************************
কিনারা দিয়ে হাঁটতে হাঁটতে
কখন যে জলে পরে গেলাম।
ভীষণ শীতল জল
গায়ের লোমকূপে জমে থাকা জলের কণা
কিছু অনির্দিষ্ট সময়ের প্রকোপ।
এক অনির্দিষ্ট হাতছানি এক অসুখের
ঠান্ডা গরম লাগিয়ে মুখে কফের গন্ধ
আমার চিরকালীন।
আমার জীবনের মরা প্রেমের সুবাস
প্রেম মরেছে ,প্রেম ভিজেছে
তারপর ভিজিয়েছে চোখের পাতায় হৃদয়।
এ এক অসুখ খিদের
এ অসুখ হৃদয়ের স্পর্শের
কালসিটে ক্ষত ,রক্তাক্ত অপেক্ষায়।
একগলা জলে দাঁড়িয়ে
প্রেম আর আমি পাশাপাশি
কোনো নির্দিষ্ট প্রেমের অপেক্ষায়।
***************************************

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...