Monday, September 9, 2013

RISHI026@GMAIL.COM

### " অনন্ত পথ " ###
লেখক : ঋষি
**********************************
আবার এক স্বপ্নের মুখোমুখি
এক দুমুখো পথ।
যতো গভীরে যায় ,পথ না ফুড়ায়
আবার ঘুরে চলে আসি পথের গোড়ায়।
এ এক ম্যাজিক মায়া
দিকভ্রান্ত পথিকের চোখের ছায়া
যতো দূর দেখা যায় ,পথ না ফুরায়।
এক তৃষ্ণার রক্তিম রং
যে রঙে রাঙায় আমার চোখের জল।
জলের তোরে ভাসে এক দিঘি ঘাট
কারো স্বপ্নের ঘর ,
কোনো রঙিন হৃদয়ের চর।
সব ভাসে ,ভাসে স্বপ্ন ,ভাসে প্রেম
তবু জল শুকিয়ে যায়
দুমুখো পথ দেখা দেয়.
চলতে থাকি হায় ,পথ না ফুড়ায়
আবার  স্বপ্নের মুখোমুখি
জীবন  যে দাঁড়ায়।
**********************************

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...