Thursday, September 12, 2013

RISHI026@GMAIL.COM

#### " ভয় করে " ####
লেখক : ঋষি
****************************************************
আবার ঝড়  উঠবে
আবার পুড়বে  হৃদয় জীবন গহ্বরে।
আবার ভিসুভিয়াসে আগুনে ছিটকে আসবে ফুলকি
ঝিম ধরা বিকেলের মুছে যাবে অস্তিত্ব।
ঝড়ের সাথে উড়ে যাবে সাজানো জীবন
ভেঙ্গে পরবে স্বপ্নের ঘরবাড়ি।
ভেঙ্গে পুড়বে স্বপ্নগুলো
অন্ধকার হবে জীবনের কোনে হাসি।
অন্ধকার কোনে অনিদ্রিত চোখ
এক দমচাপা হাহাকার গোমড়াবে।

ভয় করে ,আজকাল বড় ভয় করে
হৃদয়ের স্পর্শ   .................
এ যেন হৃদয়ের ছেঁকা।
আর কতো পোড়া দাগ হৃদয়ে
আর কতো মৃত্যু জীবনের হাসির
ভালো থাকার স্পর্শ চাই
আর চাই না এই ভালোবাসাবাসি।

আর চাই না থাকতে হৃদয়ের স্পর্শের  ....................
***********************************************************

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...