Wednesday, September 18, 2013

rishi026@gmail.com


### " জীবন তরঙ্গ " ####
লেখক : ঋষি
***************************************


কি হাসছে জীবন ?
নরম আদুরে জীবনটাকে
যদি ময়লা রুমালে বেঁধে রাখো
দেখবে ঘামের গন্ধে হাঁসফাঁস করছে।



কি কাঁদছে জীবন ?
পথের ধুলোয় মিশে থাকা কার্বনে
অলিন্দের জানলাগুলো ঝাঁজরা
জানলার পর্দায় লাগানো কালির ছাপ।



ভীষণ সুন্দর জীবন ?
জমে থাকা হৃদয় পাঁচিলে
আটকে আছে স্মৃতিদের বিষাক্ত নীল ছোবল
ছটফট  করছে কোলাহল জীবনের।



কেমন আছ জীবন ?
কিছু  অদৃশ্য সময়ের চাপ
কিছু সৃষ্ট সময়ে তাপে
দিনরাত পুড়ছে  জীবন।



এই তো জীবন ?
ভালো আছি ,বেঁচে আছি
হাসি সাজিয়ে সবার মাঝে
সাজানো নিয়মে ভালো আছি।
***********************************************




No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...