Monday, September 9, 2013

RISHI026@GMAIL.COM

#### " প্রচেষ্টা " ####
লেখক : ঋষি
*******************************
চল একবার পা বাড়িয়ে দেখি
তোর হৃদয়ের মাপ।
কোন স্কেলে মাপি ,কোথায় ধরে রাখি
সমুদ্র না পাতাল ঘুরে
তোর হৃদয় মাপতে থাকি।

পূর্নিমা থেকে অমাবস্যা দুরত্বে তোর মুখ
স্বপ্ন থেকে বাস্তবে তোর রূপ।
কিংবদন্তী বা কাল্পনিক এক রাজকন্যা তুই
তোর  ছবি পোস্টারে মাখা
তোকে কোথায় লুকিয়ে রাখি।

চল একবার হাত বাড়িয়ে দেখি
তোর হৃদয়ের রং।
কোন রঙে রাঙায় তোকে,কেমন ছবি আঁকি
জীবন আর মৃত্যু জুড়ে
তোকে ভালবাসতে থাকি।
***********************************

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...