Thursday, September 12, 2013

RISHI026@GMAIL.COM


"অন্য পথের পাঁচালি"**
- ঋষি
ফেলে আসা কাশফুল , 
অপুর কল্পনার রেললাইন ,
আজ আর কারো স্বপ্নে আসেনা।
বড় ব্যস্ত এই বানপ্রস্থ ।

দূর্গার স্বপ্নের তেঁতুলতেল ,
একটু পাওয়া, কত হাসি ,
আজ আর এতটুকুতে মন ভরে না।
জলন্ত সময়ে ইন্দ্রপ্রস্থের স্পর্শ।

ইন্দির ঠাকুরুনের অপেক্ষা ,
হরির দিন তো গেল সন্ধ্যা হলো ,
আর সুর কোনো মোনে তোলে না ,
আরো বেকার বাঁচার ইচ্ছা মনে ।

সর্বজয়ার সংসারে আজও টানাটানি
খুব কষ্টের দিন আনি দিন খায় সংসার ।
সেখানে শান্তি থাকে সুখ না
এখন আর কোথায় এমন পাওয়া যায় ?

হরহর আত্মারা আজ সর্গে
আজ আর সৎপথে কজন থাকে ?
এখনকার হরিহর বেঁচে থাকে না
এমন জীবন কজনের হয় ?

সব লেখা সংসারে অন্তরিত সাগরে ,
টানাটানি মধবিত্ত্য হৃদয়ে গভীর কোনে ।
বিভূতিভূষণ আজ এমন লেখে না
এখনকি আর পথের পাঁচালি পথে থাকে ?

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...