Monday, September 9, 2013

RISHI026@GMAIL.COM

### " হৃদয় হীন "###
লেখক : ঋষি
*******************************
জানলা দিয়ে উত্তরে হাওয়ায়
আজ একটা নোনতা স্পর্শ।
মেঘে ঢাকা চোখগুলো তোর এক তৃষ্ণা
তুই এক অনির্দিষ্ট সকালের অপেক্ষায়
যার শুরু নেই ,নেই শেষ।

তোর কপালে লেখা হাতের রেখাগুলো
হাই তোলে যখন তোর চোখে বৃষ্টি।
তোর বুকের গরম স্পর্শ অপেক্ষা করে
যখন তোর হৃদয়ে স্পর্শের আকুলতা
যার কুল নেই নেই কিনারা।

এ কোন সকাল তুই চাস যার
নেই অস্তিত্ব ,নেই মায়া ,নেই বিশ্বাস
আছে শুধু প্রেম ,তোর গভীর হৃদয়ের অতলে
আর একমুঠো ছড়ানো  স্মৃতির অপেক্ষা
যার হৃদয় নেই ,নেই ঠিকানা।
**********************************

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...