Sunday, September 8, 2013

RISHI026@GMAIL.COM

##### " বন্দী জীবন " #####
লেখক : ঋষি
***********************************
বন্ধ ঘরে অন্ধ বিশ্বাসে
যে গরুগুলো রোজ পুড়ে মরে ,
তাদের জন্য এক পশলা বৃষ্টি
এক স্বস্তির আকাশ ,এক স্বপ্ন।

খোলা জানলার বাইরে
রোজকার হলুদ লঙ্কার বাইরে ,
এক বিশাল পৃথিবী রাখা
এক প্রশস্ত জীবন রাখা।
এক মেঘ চোখ জল নিয়ে
বৃষ্টিতে ভিজলে জীবন হাসে না।
এক গুচ্ছ মায়া নিয়ে বন্দী হলে
শুধু মায়া বাড়ে জীবন  হয় না।

পৃথিবীর হাওয়া যখন মগজে ঘোরে
নতুন সকাল যখন পিছু ডাকে ,
তখন অন্ধ ঘরে বন্দী জীবন গুমরে মরে
শব্দ হয় শোনা যায় না।
****************************************

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...