Sunday, September 29, 2013

RISHI026@GMAIL.COM


কি জানি কি হয়ে গেল
লেখক : ঋষি
**************************
কি  জানি হয়ে গেল না
সন্ধ্যার ধূপে আজ শ্মশানের ছাই।
খসখসে খড়ি ওঠা সম্পর্কে
কিসের প্রলেপ দেব ?
যে  দৃষ্টিতে দেখি না কেন
ভাঙ্গে হৈহুল্লোর ভাঙ্গে আনন্দ।
যেখানেই  যাই না কেন
রন্ধ্রে লেগে থাকে পোড়া গন্ধ।

 তোমায় সোনার নোলক দেব
একগাছি রক্ত ভেজা চুড়ি
তুমি খুশি ?
নতুন শাড়ির আঁচলে রাখা
কিছু অসময়ের সুড়সুড়ি।

ধুর ভাঙ্গা যায়
জোড়া যায় না হাতের চুড়ি।
সময় চলে আসে যায় রূপমতী তুই
গলে যায় বিসর্জনের জলে
বারেবারে।
ভাঙ্গে ঘর ,ভাঙ্গে স্বপ্নের ঘুম
সকাল আসে ,চলে যায়
বৃষ্টি নাম রুমঝুম।
কি জানি কি হয়ে গেল  ...........
***************************

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...