Wednesday, September 18, 2013

rishi026@gmail.com


### " বাস্তব " ###
লেখক : ঋষি
**************************************************
নীল জোত্স্নার ওপারে বসে
একগাদা মাথা ভর্তি জটিল সমীকরণের
একটাই মানে সন্তুষ্টি
ওটাই হওয়া যায় না।

আকাশ থেকে নেমে আসা আলোর সুরঙ্গে
হৃদয় হাঁটতে থেকে।
হাঁটতে হাঁটতে বাস্তবের মাটি থেকে স্বপ্নিল গহ্বরে
অন্ধকারের থকে দুরে
কিছু স্বপ্নদের ঘিরে হৃদয় নাচতে  থাকে।
ভালো লাগে
কিন্তু বাস্তবে ভালো থাকা হয় না।

নীল জোত্স্নায় মাখামাখি পৃথিবীটা
স্বপ্নের মতো মনে হয়।
কিন্তু বাস্তবের আলোতে সব একমুহুর্তে
বদলে যায় ,আটকানো যায় না।
*****************************************************

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...