Monday, September 9, 2013

RISHI026@GMAIL.COM

### " আমার মেঘ " ###
লেখক : ঋষি
*************************************
মেঘ তুই যখন হাসিস
তোর জমা জলে আমার চোখ ভেজে।
মেঘ তুই তো আমারি সৃষ্টি
আমার ভালবাসায় মিষ্টি।

তোর আদ আদ কথা
তোর টলমল পায়ে চলা
সব আমাকে নাড়িয়ে যায়।

তুই হাসিস ,তুই কাঁদিস
হাত বাড়িয়ে আমায় খুঁজিস
আমি তৃপ্ত তুই আমায় ভালোবাসিস।

মেঘ তোর ছায়ায় আমার হাসি
তোর মায়ায় মেঘ আমি  বাঁচি।
আমার আকাশ  জুড়ে তুই
যেমন আছিস সদা এমন থাকিস।
**************************************

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...