Monday, September 9, 2013

RISHI026@GMAIL.COM

### " আমার মেঘ " ###
লেখক : ঋষি
*************************************
মেঘ তুই যখন হাসিস
তোর জমা জলে আমার চোখ ভেজে।
মেঘ তুই তো আমারি সৃষ্টি
আমার ভালবাসায় মিষ্টি।

তোর আদ আদ কথা
তোর টলমল পায়ে চলা
সব আমাকে নাড়িয়ে যায়।

তুই হাসিস ,তুই কাঁদিস
হাত বাড়িয়ে আমায় খুঁজিস
আমি তৃপ্ত তুই আমায় ভালোবাসিস।

মেঘ তোর ছায়ায় আমার হাসি
তোর মায়ায় মেঘ আমি  বাঁচি।
আমার আকাশ  জুড়ে তুই
যেমন আছিস সদা এমন থাকিস।
**************************************

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...