Sunday, September 29, 2013

RISHI026@GMAIL.COM


* আর কিছু নয়  *
লেখক : ঋষি
........................................................
অমৃত লোভী এক দৃষ্টি আকাঙ্খা
চাই চাই চাই  ...........
প্রেম   ....... মোহ  ...... কাম
কি চাই ?
কোনদিকে  দেখি ?
অসহ্য এক জ্বালা চোখে
আগুন ধিক ধিক এ বুক।
টুকরো টুকরো কাঁচ ভিজে লাল
হৃদয়ের দেওয়ালে এক মুখ
আর এক সুখ।
তুমি   ..তুমি  .. তুমি  ..........


আর  কিছু নয়
টুকরো টুকরো করে দেখো সময়।
টুকরো অনুভতির ছোঁয়ার
চেয়ে দেখা তোমার মুখ
সময়ের প্রান্তে রাখা কি ?
প্রেম  ....... মোহ  ...... কাম
নিশ্চিন্ত এক ইচ্ছাকৃত লোভ
বাঁচা যায় লোভ ছাড়া
ধুর শুধু
তুমি   ..তুমি  .. তুমি
আর কিছু নয়   ...................
*******************************************

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...