Friday, September 27, 2013

RISHI026@GMAIL.COM


### " আমার তুমি " ###
লেখক : ঋষি
*****************************************************
তুমি আসবে বলে
অনেকদিনের পর আজ সকাল হলো।
এতোদিনের লুকিয়ে থাকা পথভ্রষ্ট শিখাগুলো
আজ জ্বলে উঠলো দপ করে।
অনেকদিনের  একলা থাকার চাহিদার গায়ে
সোনালী রৌদ্রের আলিঙ্গন
সোনালী স্বপ্নের ঢেউ আজ হৃদয়ের গায়ে।

তুমি আসবে বলে
হৃদয় উপর লেগে  থাকা শত জীর্ণ জটগুলো।
ঝরে পরা মাটিতে মেশা শুকনো পাতার স্তব্ধতা ভেঙ্গে
আজ এক নতুন সকাল দেখলাম।
দেখলাম এক নতুন সূর্য
এক বৃষ্টি ভেজা নোনতা সময়ের পর
আজ এক সবুজ বার্তা পেলাম।

তুমি আসবে বলে
আমার জীর্ণ কবিতার খাতায় প্রানের ছোঁয়া।
আমার নেশার চোখে এক স্বপ্নিল তুমি
আমার  চাহিদার অহংকারের অলংকারে
আজ বহু আকাঙ্খিত পদধ্বনি।
তুমি আসবে ,আমায় ভালোবাসবে
চিরকালের আমার তুমি।

********************************************************

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...