Monday, September 30, 2013

RISHI026@GMAIL.COM


### " যদি এমন হয় " ###
লেখক : ঋষি
**************************************
হিংস্র থাবায় লেগে আছে নেলপালিস
গায়ের সিফন শাড়ি এক সাপের খোলস
ফোস ফোস সারাক্ষণ।
আনত চোখের ভীরু দৃষ্টি
ভারী মিষ্টি সাজানো বাড়িঘর।
সাজানো ম্যাগাজিনের পাতায়
উত্তপ্ত ঠোঁটে লেগে থাকে বিষ।
ইস
যদি এমন হয়
কোথায়  পাই এক পাত্র বিষ।
কানে কাছে ফিসফিস
এক সময়ের কাব্য।
লেগে থাকা রক্তে দুষিত প্রেম যদি মরে
সাপের কামড়ে।
যদি এমন হয়
বদলে গিয়ে আগুনে রঙে ঘি
লাল রক্তে বাড়ানো শব্দের ভিড়।
এক থাবা ,হিংস্র থাবা
ইস
যদি এমন হয়।
*******************************************

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...