Saturday, September 21, 2013

rishi026@gmail.com


### " জীবন পাত্র " ###
লেখক : ঋষি
***********************************
জীবন পাত্র উল্টে পাল্টে যতো দেখি
তাজ্জব হয়ে যায়
বাসনের শব্দ আর থামে না।
পাত্রে আঁচলা করে যতো জল ভরি
পাত্র ভরে না।
আমি অবাক কি বিশাল পাত্র
আসে পাশে রাখা হাঁড়িকুরি কতো কিছু
কিন্তু ফাঁকা আওয়াজ হতেই থাকে।
কি অদ্ভুত
এককটা পাত্রের এক একটা শব্দ।
কোনোটা গম্ভীর ,কোনটা মিহি
কোনো সুর নেই ,কোনো তাল নেই
শুধু আওয়াজ হতেই থাকে।
আরো অদ্ভূত সব গঠনগুলো
কোনটাই সহজ সরল নয়।
কোনটাই মনের মতো নয়
তবু জীবন পাত্র একসাথে থাকে।
মিলেমিশে ঝগড়া করে আওয়াজ করে
তবু সাথে থাকার লোভ ছাড়ে না।
*************************************

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...