Sunday, September 8, 2013

RISHI026@GMAIL.COM

##### " এক রাস্তা " #####
লেখক : ঋষি
**********************************************
বারান্দায় দাঁড়িয়ে কি ভাবছো তুমি
কাকে দেখছো ?
রাস্তার এ পাশে আমি
পাশে পরে আছে পুরনো তুমি।
তোমার চোয়াল ছুঁয়ে যে রৌদ্র
ও তো আমি।
তোমার ঠোঁট ,তোমার গলার শব্দ
ওগুলো কার ?
তোমার প্রতি রক্তকনিকায় যে মৃত কোষ
ওগুলো সব প্রেমের মৃত শব।
থরে থরে সাজানো তোমার ঝুলে থাকা শরীরের
প্রতি রন্ধ্রে কার স্পর্শ ছুঁয়ে আছে ?
ও তো আমি  ........

বারান্দায় দাঁড়িয়ে তুমি নিচের দিকে দেখো
কি দেখছো ?
আমি কতো নিচে নেমে গেছি না
কতোটা নিচে  ....... তোমার থেকেও ?
তোমার দরজায় আমি
মাত্র এক রাস্তা ব্যবধানে
খুব দূর এটা।
তোমার থেকে নয়
বারান্দায় দাঁড়িয়ে আমায় দেখা যায় না।
কিন্তু রাস্তায় দাঁড়িয়ে
আমি আজও  তোমায় দেখতে পাই।
*************************************************

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...