Monday, September 23, 2013

RISHI026@GMAIL.COM


### " সাজানো বাগান " ###
লেখক : ঋষি
*********************************
অর্বাচীন এক সময়ের উপেক্ষায়
লেগে থাকে জীবন জটলায়
আমি নষ্ট এক কালি।
নীরবতা ভেদ করে অনন্ত গগনে
দু-হাত বাড়িয়ে এঁকে চলি ছবি।
কোনো নক্ষত্রের মুখে কালি ঘষে
অন্ধকার রেখে দি খালি।

পোস্টারে লেগে থাকা লোভনীয় মুখগুলো
বিদেশী আলোয় সুলভ সুরভিগুলো ,
সব আমি মাখি
তবু আমি জানি তুমি চোখের বালি।

ভেসে যায় শতরূপে এক মুখ
দেখি এই জীবনের নানা রূপ।
পোড়া খাতায় রাখা সিন্দুকে গোপন নথি
আমায় হাসাবে  কি  ?
আমি যে অন্ধকার দেখি খালি।
জীবন আর জীবনের পথে রাখা
একফুল আর বহু মালি।
*********************************

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...