Thursday, September 12, 2013

RISHI026@GMAIL.COM

### " নগ্ন তোমায় " ###
লেখক : ঋষি
**********************************
আজ আর ভালো লাগছে না
তোমায় নগ্ন করে পেতে।
কি রাখা আছে সেখানে  .......

তোমার নরম বুকে মাথা রাখি
ওটা বালিশ নাকি ?
ওটা একটা আশ্রয় তাই।
তুমি কি ভাবো তোমাকে জড়িয়ে  ধরি
ঠোঁটে ঠোঁট রাখি।
ওটা প্রেম নাকি
তার থেকে বেশি তোমার স্পর্শ,
নগ্নতার থেকে বহু দামী প্রেম।

তুমি এসো বসো আমার পাশে
একটু কথা বলো
ওসব চাই না আজ।
আজ শুধু তোমায় দেখি
আর কিছু নয়
আজ আর পেতে চাই না নগ্ন তোমায়।
***********************************

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...