Monday, September 30, 2013

RISHI026@GMAIL.COM


#### "  যাওয়া যায় না " ####
লেখক : ঋষি
*********************************************
চলে যেতে যেতে
মনে পরে গেল বাড়ির বারান্দায় বাড়ানো হাত।
এক স্বপ্নের রঙে সাজানো উনুনে
সাজানো মনের রং
যাব বললেই তো যাওয়া যায় না।
বাক্সবন্দী অনুভূতির মায়ায়
আটকে আছে প্রেয়সীর মুখ।
এক ছায়া  ......

চলে যাব
তবু জানো  যাব বললেই তো যাওয়া যায় না।
এক ফসলা ফসলের দু ফসলা মাটি
তপ্ত তিমিরে রাখা সঙ্গ দোষ।
শ্মশানের গন্ধ মাখা গায়ে
ফুলের পাঁপড়ির মায়া।
যাব কি করে ?
যাব বললেই তো যাওয়া যায় না  . ..........
**********************************************

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...