Thursday, October 10, 2013

RISHI026@GMAIL.COM


### " মা জেগে ওঠ " ###
লেখক : ঋষি
***************************************
মা ও মা
জেগে ওঠ মা।
চারিদিকে অন্ধকার
বাড়ানো রক্ত মাখা লোভী হাত।
মা ও মা
জেগে ওঠ মা।

তুই কি শুধু  গল্প
তুই কি শুধু বিশ্বাস ?
কোথায় তোর শশ্মান কালী রূপ
কোথায়  তোর সর্ব দুঃখ হরণ রূপ ?
মা জেগে ওঠ।

মা ও মা
আমি তোর ছায়ায়
তোর দেখানো মায়ায় বেঁচে আছি।
মা ধ্বংস কর পৃথিবীর পাপ
পৃথিবীর জমা পাপে মনুষত্বের আগুন জ্বাল।

মা ও মা
তুই ছাড়া কি গতি ?
তুই ছাড়া কে দেখাবে পৃথিবীকে আলো।
মা প্রলয় তোল ভেঙ্গে দুমড়ে দে পাপ,
দে এক সোনালী আদুরে পৃথিবী।
মা আবার জেগে ওঠ    ..............
******************************************

No comments:

Post a Comment

দিবারাত্রির কাব্য

আচ্ছা সত্যিকারের  ভালো আছি বলাটা এতটাই কি কঠিন  ? উত্তরের জানলা দিয়ে আচমকা ঢুকে পরে এক আঁচলা গরম হাওয়া উপলব্ধির ভাষা,ভাসতে থাকা ...