Sunday, October 20, 2013

rishi026@gmail.com


### " আকুলতা " ###
লেখক : ঋষি
********************************************
ওলটপালট একটা দিন
হাতের থেকে ঝরে পরা কপালের দাগ
একটু রক্তাক্ত বোধ হয়।
লালদিঘির পারে ব্যস্ত পথের উপর
তুমুল বৃষ্টি
নিরুপায় পথিক একটু ক্লান্ত বোধ হয়।
ট্রাম লাইনে শুকিয়ে যাওয়া ঘাসের হলুদ রং
শুষে নেই হৃদয়ের শেষ আকুলতা।
তোমার চলে যাওয়া পথের
রক্তাক্ত ছোপ হৃদয় কোনে
একটু বিষন্নতা বোধ হয়।
তুমি চলে গেলে তাই   ........

পথের উপর পরে আছে বৃষ্টির ছাপ
সন্ধ্যার মেটে গন্ধ
একটু ফ্যাকাসে বোধ হয়।
ল্যাম্প পোস্টের লালচে আভা
রক্তের স্বাদ হারানো ভালোবাসার
তুমুল বৃষ্টি ,
ভিজে ছারখার অন্তর আগুনে জ্বালা
একটু একলা বোধ হয়।
চলে যাওয়া পথে তোমার গন্ধ
মুছে যাওয়া আলোয় আমার আশা
তুমি আর পরে থাকা স্পর্শ
তোমার ভালোবাসা বোধ হয়।
*********************************************

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...