Wednesday, October 30, 2013

rishi026@gmail.com


### " গভীর দর্শন " ###
লেখক : ঋষি
***************************
ভালোবাসা দেব ,ভালোবাসা  দেব
উজাড় করে।

উদ্ভট  অনুভূতির চঞ্চল প্রয়াস
পায়ের তলায় চটকে যাওয়া ঘাস।
রক্তক্ষরণ রোজকার অভ্যাস
সবটাই কাল্পনিক স্বপ্নের বাস ,
ভালোবাসা ইচ্ছার দীর্ঘশ্বাস।

অদৃশ্য নগ্নতার জীবন্ত লোভ
এক অতৃপ্ত আত্মার অনন্ত দর্শন।
ভালোবাসা শতাধিক হৃদয়ের বর্ষণ
একলা নয় ,একলার না
ভালোবাসায় ভালো থাকা যায় না।

না দেব না ভালোবাসা
এভাবে ভালোবাসা যায় না।
**************************

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...