Wednesday, October 30, 2013

rishi026@gmail.com


### " গভীর দর্শন " ###
লেখক : ঋষি
***************************
ভালোবাসা দেব ,ভালোবাসা  দেব
উজাড় করে।

উদ্ভট  অনুভূতির চঞ্চল প্রয়াস
পায়ের তলায় চটকে যাওয়া ঘাস।
রক্তক্ষরণ রোজকার অভ্যাস
সবটাই কাল্পনিক স্বপ্নের বাস ,
ভালোবাসা ইচ্ছার দীর্ঘশ্বাস।

অদৃশ্য নগ্নতার জীবন্ত লোভ
এক অতৃপ্ত আত্মার অনন্ত দর্শন।
ভালোবাসা শতাধিক হৃদয়ের বর্ষণ
একলা নয় ,একলার না
ভালোবাসায় ভালো থাকা যায় না।

না দেব না ভালোবাসা
এভাবে ভালোবাসা যায় না।
**************************

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...