Sunday, October 27, 2013

RISHI026@GMAIL.COM


#### " স্বপ্ন পাখি " ####
লেখক : ঋষি
*****************************
ইচ্ছে ছিল স্বপ্ন পাখি হব।
অলিতে গলিতে ঘুরতে ঘুরতে
ওর বাড়ির ছাদে ,তার বাড়ির নর্দমায়
আর না ,
তোমার হাতে খাবো
তোমার মনের খাঁচায় ঘুমোবো।
তোমার স্বপ্নে ঘর ভাঙ্গে আমি জানি
আমি গড়ব সে ঘর।
পাশে না থাকুক ,কাছে
না হয় আমার স্বপ্ন ডানায় ,
তোমার সাথে ঘুরে বেড়াবো।
তোমার খোলা চুলের সুবাস
রৌদ্রে ভেজা তোমার গালে
না না ,
আর ঠোঁট ছোঁয়াবো না।
তোমার মনের খাঁচায় থেকে
তোমায় ভালোবাসতে শেখাবো।
****************************

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...