Friday, October 18, 2013

RISHI026@GMAIL.COM


### " নীলাঞ্জনা অন্যরূপে " ###
লেখক : ঋষি
**********************************
দীর্ঘ দিনের পরে সাজানো বাগানে
আজ ফুলে ভরা।
একসমুদ্র পানাপুকুরে
আজ শ্রাবনের ধারা।
নীলাঞ্জনা এসেছিল হাসতে হাসতে
নীল সিফনের শাড়ি ,
হওয়ায় ওড়ে তার আঁচল
সেই হাসি আর পুরনো ডায়রির
মুছে যাওয়া অতীতের কালি।
কতো কথা
স্বপ্নের মাঝে স্বরলিপি।
ঝরে পরে শ্রাবনে
তোর আজ মুক্তির দিনলিপি।
আমি চেয়েছি তোকে সুখী দেখতে
আমি চেয়েছি তোর দুরে থাকতে
দুরেই তো আছি।
তোর কপালে লাল টিপ
তোর ওষ্ঠের পাশে সেই তিল
একই আছে
শুধু বদলে গেছিস তুই।
এই বদলি তো চেয়েছি
তোকে অন্যরকম ভালোবেসেছি ,
তোর হাসি ,আমি ভালোবাসি।
তুই এলি
আমায় ভাসিয়ে দিলি আরেকবার
আমার স্বপ্নে
আলোকময় অন্য সকাল দিলি তুই।
**************************************

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...