Friday, October 4, 2013

RISHI026@GMAIL.COM


### " শুধু তুমি " ###
লেখক : ঋষি
*****************************************
শুধুমাত্র তুমি শব্দটা বদলানো গেল না
অভিধান আর হৃদয় জুড়ে তুমি।

সময় আর সময়ের বাইরে
যে ক্লান্ত শহর
যে ঠান্ডা বিছানা
রাত জাগা ঘুম ভাঙ্গা পেঁচার  স্বপ্নের বাইরে
সেই তুমি,
শুধুমাত্র তুমি শব্দটা বদলানো গেল না।

বর্ষার রাতে স্মৃতির সাথে
সে যাই হোক না কোনো
সময় ,কাল ,কারণ মনে থাকে না
মনে থাকে শুধু তুমি
এক আয়না উপচে পরা চোখে
তোমার মুখ
ঠিক কোনো চাতকের ইচ্ছার ডানা
শুধু তুমি
আর এই তুমি শব্দটাকে বদলানো গেল না।
*******************************************

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...