Wednesday, October 23, 2013

RISHI026@GMAIL.COM


### " পিছু দেখা " ###
লেখক : ঋষি
********************************
ফিরতে পারবো না জানি
ফেরা যায় না।
চলে যাওয়া সময়ের কাছে
চাইলেও পাওয়া যায় না।

আদিম পত্রিকার পাতায় পাতায়
লুকিয়ে আছে লজ্জার সাতকাহন।
ঝরে পরা নগ্নতায়
নিজেকে লুকিয়ে রাখা যায় না।

সকালের আনমনা  ভুলগুলো
বেখায়েলা বদলাতে চাই।
জীবনের গভীর ক্ষতগুলো
হাসির শব্দে ভরাতে চাই।

আবার না হয় ঝড়  উঠুক
আবার নতুন ভোর  আসুক।
সবকিছু বদলে গিয়ে
নতুন জীবন ফিরে আসুক।

জানি ফিরতে চাইলেও
ফেরা যায় না।
চলে যাওয়া সময়ের স্মৃতি থাকে
কিন্তু কেন জানি মোছা যায় না।
**********************************

No comments:

Post a Comment

দিবারাত্রির কাব্য

আচ্ছা সত্যিকারের  ভালো আছি বলাটা এতটাই কি কঠিন  ? উত্তরের জানলা দিয়ে আচমকা ঢুকে পরে এক আঁচলা গরম হাওয়া উপলব্ধির ভাষা,ভাসতে থাকা ...