Friday, October 25, 2013

rishi026@gmail.com


## " সহ্য করা যায় " ##
লেখক : ঋষি
**************************
এখানে না ওখানে
এইদিকে শোন ,না ভাগ এখন।
কাহাতক আর সহ্য করা যায়
সময় যদি সময়ে না আসে ,
কাহাতক আর এ ভাবে বাঁচা যায়।
গীর্জার বয়স্ক ঘড়িতে মৃত্যুর ডাক
হা  প্রভু সময় যে এগিয়ে গেল ,
কাহাতক আর পিছনে থাকা যায়।

সেবার বাজারে জ্যান্ত কইয়ের লাফ
উফ্ফ্স এক বেমক্কা চক্কর মাথায়।
বয়স তো হলো
সাত সাগরের জলে আমি
সে একেবারে কাদায় মাখামাখি।
আর কাহাতক চামড়ায় ভাঁজ
কাহাতক চলমান ঘড়ির পেন্ডুলাম ,
কাহাতক সহ্য করা যায়।
***************************

No comments:

Post a Comment

দিবারাত্রির কাব্য

আচ্ছা সত্যিকারের  ভালো আছি বলাটা এতটাই কি কঠিন  ? উত্তরের জানলা দিয়ে আচমকা ঢুকে পরে এক আঁচলা গরম হাওয়া উপলব্ধির ভাষা,ভাসতে থাকা ...