Friday, October 25, 2013

rishi026@gmail.com


## " সহ্য করা যায় " ##
লেখক : ঋষি
**************************
এখানে না ওখানে
এইদিকে শোন ,না ভাগ এখন।
কাহাতক আর সহ্য করা যায়
সময় যদি সময়ে না আসে ,
কাহাতক আর এ ভাবে বাঁচা যায়।
গীর্জার বয়স্ক ঘড়িতে মৃত্যুর ডাক
হা  প্রভু সময় যে এগিয়ে গেল ,
কাহাতক আর পিছনে থাকা যায়।

সেবার বাজারে জ্যান্ত কইয়ের লাফ
উফ্ফ্স এক বেমক্কা চক্কর মাথায়।
বয়স তো হলো
সাত সাগরের জলে আমি
সে একেবারে কাদায় মাখামাখি।
আর কাহাতক চামড়ায় ভাঁজ
কাহাতক চলমান ঘড়ির পেন্ডুলাম ,
কাহাতক সহ্য করা যায়।
***************************

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...