Friday, October 18, 2013

RISHI026@GMAIL.COM


### " পিরামিডের দেশ " ###
লেখক : ঋষি
***********************************
আমার শত সহস্র ইচ্ছ্দের বিষে
নীল হয়ে যাওয়া শরীর।
পড়ে আছে পিরামিডের দেশে
শত সহস্র রহর্ষের নিঃশ্বাস।
লেগে আছে মমির গভীর অন্ধকারে
উঠে আসে ধোঁয়ায় বিষ।
মুছে যাওয়া আশ্বাসে বিষ
বিষ সারা শরীর নীল।
বিষ একমুঠো কষ্ট
এই তুমি   .....
বিষ শরীর ছুঁয়ে দিও না।
দিয়ে যাও আরো কষ্ট
দুচোখে সপ্ন ধুঁয়ে নোনা বালি।
আমাকে সযত্নে দুহাত ভরে
সাজিয়ে রেখো কোনো জাদুঘরে।
ঘরের কোনে কাঁচের বাক্সে
আমাকে দেখবে সবাই।
শুধু দেখবে না প্রেম
প্রেম কবে মরে গেছে।
বহু যুগ হলো পিরামিডের দেশে
রাশ রাশ বালি।
নীলনদের বালিতে বিষে মিশে
আমি আছি বিষ নিঃশ্বাসে।
*************************************

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...