Monday, October 21, 2013

RISHI026@GMAIL.COM


### " জীবিত বন্দনা " ###
লেখক : ঋষি
*******************************
নিজেকে আলাদা করে চিনতে হবে
শিশিরের বিছানায় শুয়ে
জীবন খুঁজলে স্বপ্ন পাবে
জীবন পাবে না।

জীবনের জিলিপির পথে হাঁটতে হাঁটতে
যদি পথে সন্ধ্যে নামে।
যদি কোনো হিংস্র স্বাপদের রক্তাক্ত দৃষ্টি
তোমার অনুভূতিকে চূর্ণ করে।
যদি তুমি ভয় পাও
জানবে তুমি গন্তব্যে আছো।

জীবনের সময়ের পথে তুমি কলের পুতুল
অজ্ঞাত কুশলীর ইশারায় চলতে চলতে।
মন্দ ,ভালোয় ওঠানামা করতে করতে
যদি তুমি নিজেকে হারাও।
জেনো তুমি জীবিত  আছো
এখনো বহু পথ চলা বাকি।

নিজেকে আলাদা করে চিনতে হলে
জীবনের ঘোলাজলে নিজেকে মেশাতে হবে।
অনুভূতিময় জীবন বাঁচলে
বাঁচা যাবে না।
************************************

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...