Sunday, October 20, 2013

rishi026@gmail.com


### " অন্য হাসি " ###
লেখক : ঋষি
*******************************
ক্যানভাসে বদলে যাওয়া মুখ
তুলির টানে টানে হাসির শব্দ।
কি চেয়েছি
একটা হাসিমুখ
দুচোখ ভরা কাজলি দৃষ্টিতে
একটা স্বপ্নের আতুর ঘর।
সাতসমুদ্র তের নদীর ওপারে রাখা
অগনতি তারাদের মাঝে
আমি পেয়েছি তোমার মুখ।

আমি চাইনি কোনো প্রয়োজন
চেয়েছি একটা হাসি মুখ।
চাইনি কোনো অলংকৃত শোভা
চেয়েছি একটা মাটির ঘর।
তিলে তিলে গড়তে চয়েছি তোমায়
আগলাতে চেয়েছি দুহাত দিয়ে জাগরণে।
কিন্তু একি ?
আঁকতে গিয়ে দেখি বদলে যাওয়া মুখ
হাসির শব্দে চূর্ণ বিচূর্ণ স্বপ্ন।
*********************************

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...