Thursday, October 17, 2013

RISHI026@GMAIL.COM


### " বিনিময়ী জীবন " ###
লেখক : ঋষি
*********************************
পকেট থেকে উঠে আসে
ঝলকে ঝলকে এক গলা রক্ত।
বড় কম দাম আজকাল
সস্তা বড় সস্তা।

কাগজ কলম মোড়া জীবনে
আজ সবচেয়ে সস্তা অনুভূতি।
মায়া ,স্নেহ ,প্রেম
জাদুঘরে সাজানো প্যাপিরাস।
যা মুহুর্তে চূর্ণবিচূর্ণ সময়ের আঘাতে
বড় সস্তা ,বড় সস্তা।

মান অভিমানের ওপারে রাখা তত্ত্ব গুলো
অনেকটা রাসয়নিক বিক্রিয়ায় উত্পন্ন কৃত্রিমতা।
নিমগ্ন কোনো নীল আদিম দ্রাব্যতা
মুহুতের পূর্ণতা অসচ্ছ শুন্যতা।

শুন্য আর শুন্য
অনিদ্রিত কাঙালের স্বপ্নিল আশা।
আসলে শুন্য
বড় সহজে বিক্রিত
পকেট থেকে উঠে আসা একগলা রক্তের
বিনিময়ী জীবন।
****************************************

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...