Friday, October 25, 2013

rishi026@gmail.com


### "  আমি আর আমার মন  " ###
লেখক : ঋষি
***********************************
 বৃষ্টি যদি হয় জোরেই আসুক
লাগবে না কোনো ছাতা, কোনো কিছু।
শুধু এক ঘরে আমি আর মন
বৃষ্টিতে ভিজি।
শুধু সময় আর সময়ের আগুন
বৃষ্টিতে ভিজি।
রাস্তায় থকবে না কেউ
থাকবে না কোনো কলরব।
শুধু আমি আর তুমি
আমার মন।
অঝোরে বৃষ্টি ,ভেজা  মাঠ ঘাট
ভিজে আমি ,ভিজে  মন।
আবছা আলো অন্ধকার প্রেম
আমি আর তুমি মন।
পায়ে থাকবে না চটি
গায়ে থাকবে না জামা।
শুধু একসাথে আমি আর তুমি
আমার মন।
ভিজে যাবে সময় ,মুছে যাবে স্মৃতি
একটু একলা আনন্দে
আবার হাসবে মন।
আর কিছু না
আমি আর আমার মন।
***********************************

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...