Friday, October 25, 2013

rishi026@gmail.com


### "  আমি আর আমার মন  " ###
লেখক : ঋষি
***********************************
 বৃষ্টি যদি হয় জোরেই আসুক
লাগবে না কোনো ছাতা, কোনো কিছু।
শুধু এক ঘরে আমি আর মন
বৃষ্টিতে ভিজি।
শুধু সময় আর সময়ের আগুন
বৃষ্টিতে ভিজি।
রাস্তায় থকবে না কেউ
থাকবে না কোনো কলরব।
শুধু আমি আর তুমি
আমার মন।
অঝোরে বৃষ্টি ,ভেজা  মাঠ ঘাট
ভিজে আমি ,ভিজে  মন।
আবছা আলো অন্ধকার প্রেম
আমি আর তুমি মন।
পায়ে থাকবে না চটি
গায়ে থাকবে না জামা।
শুধু একসাথে আমি আর তুমি
আমার মন।
ভিজে যাবে সময় ,মুছে যাবে স্মৃতি
একটু একলা আনন্দে
আবার হাসবে মন।
আর কিছু না
আমি আর আমার মন।
***********************************

No comments:

Post a Comment

দিবারাত্রির কাব্য

আচ্ছা সত্যিকারের  ভালো আছি বলাটা এতটাই কি কঠিন  ? উত্তরের জানলা দিয়ে আচমকা ঢুকে পরে এক আঁচলা গরম হাওয়া উপলব্ধির ভাষা,ভাসতে থাকা ...