Tuesday, October 8, 2013

RISHI026@GMAIL.COM


### " আয় তুই " ###
লেখক : ঋষি
******************************************
আকুল আকাঙ্খার এক বুক আকুতি
তুই আয় না চলে।
আর কতো দূর
দৃষ্টির ওপারে মনের ভিতরে
তুই আয় না চলে।

দুপাড়ে ছড়ানো  অনন্ত দৃষ্টিতে
তোর ভ্রুর মাঝে টিপখানি
তোর দুচোখের মায়ায়,
রাখা ভালোবাসার কায়ায়
রৌদ্র ,বৃষ্টির আনাগোনা
তার সাথে সুখ আসে যায়।

তোর এক পশলা হাসি
আমি ভিজি ,ভিজে চলি হৃদয়ের গভীরে।
কিছু কথা ছড়ানো ক্লান্ত দৃষ্টিতে
কিছু স্বপ্ন ভেজানো অদূরে বৃষ্টিতে।
আমি ভিজি বারবার
বারংবার পুড়ি তোর দূরত্বের সৃষ্টিতে।

বুক ছিঁড়ে যদি সত্যি কোনো স্বপ্নপরী আসে
যদি হেঁটে যায় হৃদয় গভীরে অরণ্যের পথে
সে তুই ,,,, আমার  বৃষ্টি।
ভালোবাসার সৃষ্টি
আয় তুই আয় না চলে।
********************************************

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...