Saturday, October 5, 2013

rishi026@gmail.com


### " ও হাসি " ###
লেখক : ঋষি
--------------------------------------
তোমার হাসিতে লুকিয়ে আছে
এক নিস্তব্ধ আগুন।
সামনের রেলিঙে টাঙানো
স্বপ্নিল কাঁটা ফুল।
আগুনে কি ফুল জলবে ?
না ছড়িয়ে  পড়বে হাসির সুবাস
আমার  অন্তর গহ্বরে।

তোমরা জানো  না
ফুল আর আগুন শত্রু ?
তোমরা জানো না
ও হাসি ,,,আমি ভালোবাসি ?
সত্যি ভীষণ ভালোবাসি ,,, ও হাসি।
ও হাসি ,,, এক স্বপ্ন পারের মুখ
লুকিয়ে রাখা দুঃখ সুখ।

ও  হাসিতে গড়িয়ে পড়া
এক সোনালী তৃষ্ণা।
অজন্তার কোনো গুহার গভীরে ,
গভীর কোনো হৃদয় কোনে
লুকিয়ে হাসা সেই মুখ।
কতো সুখ ,,,,কতো দুঃখ
ও হাসি ,,,,,,,,,,,,,,,,,,,,,,,, .
------------------------------------------

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...